MSVSB (3rd phase) এর ০২ দিন ব্যাপী Refresher Training প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বিস্তারিত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ‘মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি, ৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রমে নিয়োজিত কক্সবাজার জেলার নির্বাচিত ২০ টি PSU এর স্থানীয় মহিলা রেজিস্টার ও সুপারভাইজারদের ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ২৮/১২/২০২০ইং তারিখে জেলা পরিসংখ্যান অফিস, কক্সবাজারে অনুষ্ঠিত হয়।