Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
Multiple Indicator Cluster Survey (MICS) 2025 জরিপের মূল তথ্য সংগ্রহ কার্যত্রম মাঠ পর্যায়ে চলমান
বিস্তারিত

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পরিসংখ্যান সংস্থা (NSO) হিসেবে শুমারি ও জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রণযন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং UNICEF (ইউনিসেফ) বাংলাদেশ কর্তৃক যৌথভাবে ১৯৯৩ সাল থেকে Multiple Indicator Cluster Survey (MICS)  জরিপ পরিচালনা করে আসছে। এটি একটি বিশ্বব্যাপী পরিচালিত খানা জরিপ। এই জরিপের মাধ্যমে দেশের মোট ৬২,৯৮০ টি খানা হতে জনগণের আর্থসামাজিক অবস্থা, মা ও শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, প্রতিবন্দ্বিতা, বিবাহ, স্যানিটেশন এন্ড হাইজিন, খাবার পানির গুণগত মান পরীক্ষা, লবণের মান পরীক্ষা ইত্যাদি সংক্রান্ত তথ্যাদি ট্যাবলেট ব্যবহার করে CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতিতে সংগ্রহ করা হবে। MICS 2025 জরিপে প্রথমবারের মতো গর্ভবতী নারীদের রক্তস্বল্পতা এবং ০১ থেকে ০৪ বছর বয়সী শিশুদের রক্তে সীসার স্তর ও অন্যান্য ভারী ধাতু, মাইক্রোনিউট্রিয়েন্ট এর উপস্থিতি মূল্যায়নের জন্য রক্তপরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। বর্ণিতাবস্থায়, জাতীয় এ গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ করা হলো।


       অনুরোধক্রমে

ছরওয়ার কামাল টারজান

বিসিএস (পরিসংখ্যান)

উপপরিচালক (ভারপ্রাপ্ত)

২৩৩৩৩ ৪৭০৪১, ০১৮২৮-৭৭০০৫৮

 ই-মেইল: dsocoxs.bbs@gmail.com

ডাউনলোড
প্রকাশের তারিখ
26/02/2025
আর্কাইভ তারিখ
31/03/2057