Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কক্সবাজার জেলায় ২০ জানুয়ারি ২০২২ খ্রি: হতে ২৬ ফেব্রুয়ারী খ্রি: তারিখে “পরিবেশ সংরক্ষণ ব্যয় ,সম্পদ ও বর্জ্য ব্যবস্থপনা (প্রতিষ্ঠান) জরিপ ২০২১” বাস্তবায়িনত হবে।
Details

পরিকল্পনা মন্ত্রণালয় এর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো “পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ  পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্পের” মাধ্যমে সারাদেশে “পরিবেশ সংরক্ষণ ব্যয় ,সম্পদ ও বর্জ্য ব্যবস্থপনা (প্রতিষ্ঠান) জরিপ ২০২১” ২০ জানুয়ারি ২০২২ খ্রি: হতে ২৬ ফেব্রুয়ারী খ্রি: তারিখে পরিচালনা করছে। উক্ত জরিপের উদ্দেশ্যসমূহ–পরিবেশ সংরক্ষণের জন্য পরিচালন ব্যয় নিরূপণ , পরিবেশ সংরক্ষণের জন্য স্থানীয় সরকার ,কেন্দ্রীয় সরকার এবং বেসরকারী প্রতিষ্ঠান/সংস্থাকে পরিবেশ সংশ্লিষ্ট সেবা ক্রয়ের বিপরীতে প্রদত্ত অর্থের ব্যয় নিরূপণ , প্রতিষ্ঠানের  পরিবেশ সংরক্ষণের জন্য মূলধন ব্যয় নিরূপণ, প্রতিষ্ঠানের পরিবেশগত সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত আয়ের তথ্য-উপাত্ত সংগ্রহ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের জন্য বিনিযোগ  পরিকল্পনার তথ্য উপাত্ত সংগ্রহ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থপনার চলতি ব্যয় নিরূপণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থপনার মূলধন ব্যয় নিরূপণ , প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা  এবং গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ। তাছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর নিম্নোক্ত সূচকসমূহ নির্ণয় করা সম্ভব হবে: সূচক ১১.৬.১: বিভিন্ন নগরভেদে (সিটি কর্পোরেশন ও পৌরসভা) নির্গত কঠিন বর্জ্যসংগ্রহ এবং সংগৃহিত কঠিন বর্জ্যের মাথাপিছু হার নিরূপণ, সূচক ১২.৪.২ ক্ষতিকর বর্জ্য উৎপাদন এবং পরিশোধন–প্রদ্ধতি অনুযায়ী পরিশোধিত ক্ষতিকর বর্জ্যের অনুপাত নির্ণয়, সূচক ১২.৫.১: জাতীয় পূন:প্রক্রিয়াজাতকরণ (রিসাইক্লিং) হার টনে বজ্যে বস্তুর পূন:র্ব্যবহারের হার নিরূপন, সূচক৯.৫.১ জিডিপি এর বিপরিতে গবেষণা ও উন্নয়ন ব্যয় নিরূপণ এবং সূচক ৯.৫.২: প্রতি মিলিয়ন জনসংখ্যা অনুপাতে পূর্ণকালীন গবেষকের সংখ্যা নিরূপণ-এর অন্যতম উদ্দেশ্য। সারা দেশের ন্যায় জরিপটি কক্সবাজার জেলায় ২০ জানুয়ারি ২০২২ খ্রি: হতে ২৬ ফেব্রুয়ারী খ্রি: তারিখে বাস্তবায়ন হবে ।উক্ত কাযক্রমে জেলা পরিসংখ্যান অফিস কক্সবাজার এবং উপজেলা পরিসংখ্যান অফিস সমূহের কর্মকর্তা কর্মচারীগণ ।তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে কর্মরত থাকবে এবং নমুনা প্রতিষ্ঠান হতে প্রশ্নপত্র এবং ডিজিটাল ট্যাব ব্যবহারপূর্বক তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত থাকবে।

Images
Attachments
Publish Date
18/01/2022
Archieve Date
06/02/2030