কক্সবাজার জেলা পরিসংখ্যান অফিস
উপ-পরিচালকের কার্যালয়, জেলা পরিসংখ্যান অফিস, কক্সবাজার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্হাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় অধীন সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের একমাত্র জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে জেলা পর্যায়ে জেলা পরিসংখ্যান অফিস পরিচিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর কার্যক্রমকে বিকেন্দ্রিত করেছে যার মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পেয়েছে ১টি প্রধান অফিস (যেটি ঢাকায় অবস্থিত), ৭টি বিভাগীয় পরিসংখ্যান অফিস, ৬৪টি জেলা পরিসংখ্যান অফিস, ৪৮৯টি উপজেলা পরিসংখ্যান অফিস। এই কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে বিভিন্ন জরিপ যেমন: জনসংখ্যা, অর্থনৈতিক, কৃষি, পরিবার সংখ্যা ইত্যাদি এবং সময়ে সময়ে সরকারী দায়িত্ব পালন করে থাকেন। এই কার্যালয়টি একজন উপ-পরিচালক, দুইজন পরিসংখ্যান সহকারী সরকারী সেবা প্রদান করে থাকেন। এই কার্যালয়টি কক্সবাজার জেলার কালুর দোকানে অবস্থিত দারুল সালাম ভবনের ৩য় তলায় অবস্থিত।কক্সবাজার জেলার ০৮ টি উপজেলা অফিস উক্ত জেলা অফিসের মাধ্যমে পরিচালিত হয়। পরিসংখ্যান বিষয়ক যে কোন তথ্য জানতে জরুরী প্রয়োজনে ০৩৪১-৬৩১০৯ অথবা ০১৮১২০৪২৯২৮ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
নামকরণ: |
কক্সবাজারের প্রাচীন নাম পালংকী । একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ ‘হলুদ ফুল’।অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। এটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিঃ এখানে একটি বাজার স্থাপন করেন । কক্স সাহেবের বাজার হতে কক্সবাজার নামের উৎপত্তি । |
অবস্থান: |
২০০৩৫¢ থেকে ২১০৫¢ উত্তর অক্ষাংশ এবং ৯১০২৩¢ পূর্ব দ্রাঘিমাংশ। |
সীমানা: |
উত্তরে-চট্রগ্রাম, পূর্বে-বান্দরবান পার্বত্য জেলা ও মিয়ানমার, পশ্চিম ও দক্ষিনে-বঙ্গোপসাগর । |
আয়তন: |
২,৪৯১.৮৬ বর্গ কিঃমিঃ । |
বৃষ্টিপাত : |
বার্ষিক গড় বৃষ্টিপাত ৩,৩৭৮ মিলিমিটার । |
সর্বোচ্চ গড় তাপমাত্রা: |
জুন মাসে ৩৯.৫০ সেলসিয়াস । |
সর্বনিম্ন গড় তাপমাত্রা: |
জানুয়ারী মাসে, ১১.৮০ সেলসিয়াস। |
বার্ষিক গড় আর্দ্রতা : |
৮৩ শতাংশ |
প্রধান নদনদী: |
মাতামুহুরী, বাঁকখালী, রেজু, কোহালিয়া ও নাফ । |
প্রধান দ্বীপ: |
মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহ্পরীর দ্বীপ, ছেডাঁ দ্বীপ ও সেন্টমার্টিন |
প্রশাসনিক ইউনিট:
|
|
উপজেলার সংখ্যা: |
০৮ টি |
ইউনিয়নের সংখ্যা: |
৭১ টি |
গ্রাম: |
৯৯২ টি |
পৌরসভা: |
কক্সবাজার, চকরিয়া, টেকনাফ ও মহেশখালী । |
থানা : |
০৮ টি |
পুলিশ তদন্ত কেন্দ্র: |
০৩ টি |
হাইওয়ে পুলিশ ফাঁড়ি : |
০৫ টি |
পুলিশ ফাঁড়ি : |
০৫ টি |
মৌজাঃ |
১৮৮টি |
জাতীয় সংসদের আসন সংখ্যা-০৪টি : |
কক্সবাজার- ১ (চকরিয়া-পেকুয়া), কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া) কক্সবাজার- ৩ (কক্সবাজার সদর-রামু ) কক্সবাজার- ৪ (টেকনাফ-উখিয়া ) |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS