Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের একমাত্র জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন করে সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ করে থাকে।

আমাদের প্রকাশনাসমূহঃ

০১. দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যসম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রকাশ;

০২. প্রতি দশ বছর অন্তর (১) আদম শুমারি (২) কৃষি শুমারি এবং (৩) অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ;

০৩. মোট দেশজ উৎপাদন(GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক(Indicators) যথাঃ সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরুপণ ও প্রকাশ;

০৪. ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত খাদ্য ও বহির্ভূত পণ্য অন্তর্ভূক্ত করে মাসভিত্তিক ভোক্তামূল্য সূচক(CPI) নিরুপণ ও প্রকাশ;

০৫. মাসভিত্তিক ম্যানুফ্যাকচারিং শিল্পের উৎপাদন সূচক প্রস্তুত ও প্রকাশ;

০৬. বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ;

০৭. বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরির হার ও মজুরি সূচক প্রস্তুত ও প্রকাশ;

০৮. বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ;

০৯. গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও জনমিতিক নির্দেশক প্রস্তুত ও প্রকাশ;

১০. শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ;

১১. মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরুপণের জন্যGender Statistics প্রস্তুত ও প্রকাশ;

১২. খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্তুত ও প্রকাশ।

 তথ্য সমৃদ্ধ ওয়েবসাইটঃ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ১০০ মেগাবাইট ক্যাপাসিটির একটি সমৃদ্ধ ও নিয়মিত হালনাগাদকৃত ওয়েবসাইট রয়েছে। এতে ব্যুরোর সর্বশেষ প্রকাশনাসমূহেরKey Indicators সন্নিবেশিত আছে। ব্যবহারকারীগণ বিনামূল্যে এই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bbs.gov.bd

 উপাত্তের ডিজিটাল কপি প্রদানের সেবাঃ
তথ্যসংগ্রহকারীগণ নির্ধারিত মূল্যের বিনিময়ে ব্যুরোর প্রধান কার্যালয়স্থ ডাটা আর্কাইভ থেকে প্রয়োজনীয় তথ্য/উপাত্ত সিডি মারফত সংগ্রহ করতে পারেন। এছাড়া গবেষণা কাজে ব্যবহারের জন্য দেশী/ বিদেশী ব্যক্তি বা সংস্থাকে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিনামূল্যে/ স্বল্পমূল্যে প্রাথমিক তথ্য সরবরাহ করা হয়।

 লাইব্রেরী সেবাঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লাইব্রেরী ও বিক্রয়কেন্দ্র ১৪/২ তোপখানা রোড, আনসারী ভবন, ঢাকা-তে অবস্থিত। ব্যুরোর প্রধান কার্যালয়েও একটি লাইব্রেরী রয়েছে। পাঠকগণ সকল সরকারী কার্যদিবসে লাইব্রেরীতে পাঠ করতে পারেন। বিক্রয়কেন্দ্রে ব্যুরোর প্রকাশনাসমূহ বিক্রয় করা হয়। এছাড়া ব্যুরোর নির্ধারিত সেলস্ এজেন্টেদের নিকটও প্রকাশনাসমূহ পাওয়া যায়। 

ই-বুক সেবাঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি বিশাল ই-বুক ভান্ডার আছে যেখানে আমাদের গ্রাহকেরা সকল সময় প্রকাশিত সকল প্রকাশনারsoft copy ই-বুক আকারে নিম্ন লিখিতlink এর মাধ্যমে পড়তে পারবেন।http://203.112.218.64/ebook/